রায়পুরায় স্থাপিত হতে যাচ্ছে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
- নাজমুল হক চৌধুরী, নরসিংদী জেলা প্রতিনিধি
- প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৬ PM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৬ PM

'আমার গ্রাম আমার শহর' এই স্লোগান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অন্যতম একটি বিষয়। সারা দেশে প্রতিটি গ্রামেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন উন্নয়ন মুলক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দূর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে স্থাপিত হতে যাচ্ছে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।
গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর মৌজায় ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রস্তাবিত স্থান সারেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যুৎ সচিব জনাব হাবিবুর রহমান। উপসচিব, জনাব ইরাদুল হক ও নরসিংদী জেলা প্রশাসনের এডিসি রেভিনিও।
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রস্তাবিত স্থান সারেজমিনে পরিদর্শনে এসময় আরও উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার জনাব আজগর হোসেন। আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ম্যানেজিং ডিরেক্টর,জনাব এ এম এম সাজ্জাদুর রহমান। নির্বাহী পরিচালক জনাব মোঃ শাহ আলম খান সহ উর্দ্ধতন কর্মকর্তাগন। চাঁনপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোমেন সরকার উপস্থিত থেকে প্রস্তাবিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্থান সরেজমিনে পরিদর্শন করান।
জানা যায়, বিদ্যুৎ কেন্দ্র নির্মানের পাশাপাশি এলাকার শিক্ষার প্রসার ঘটাতে ১ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও নির্মান করে দিবেন বলে বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান জানান। তিনি তার বক্তব্যে বলেন " রায়পুরার দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সরকারের এক অনন্য জনবান্ধব উদ্যোগ। এই কেন্দ্র স্থাপন হলে এই এলাকার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়ন ঘটবে। শিক্ষার প্রসারের জন্য এই এলাকায় ১ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করার উদ্যোগ ও নেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে"।
চাঁনপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোমেন সরকার সকল কে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা হাসিনা সহ সকলকে ধন্যবাদ জানিয়ে, জাতীয় গুরুত্বপূর্ণ এই শিল্প প্রতিষ্ঠানটি দ্রুত বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিনীত অনুরোধ জানান।