উখিয়ার সীমান্তে ১ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার
  © মোমেন্টস ফটো

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১ লাখ পিছ ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে কক্সবাজার ৩৪ বিজিবির সদস্যরা। মিয়ানমার থেকে কক্সবাজারের উখিয়া উপজেলায় পাচারকালে সীমান্ত এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আটককৃত রোহিঙ্গা হলেন উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বশির আহমদের ছেলে মো. শরিফ হোসেন (২১)।

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতুলী জলিলের গোদা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ ইয়াবা মিয়ানমার থেকে বাংলাদেশে এনে কেনাবেচা করার খবর পাওয়া যায়। খবর পেয়ে অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে তুলাতুলী জলিলের গোদা থেকে এক লাখ ইয়াবাসহ শরিফকে আটক করে রেজুআমতলী সীমান্ত চৌকির টহল দল। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা। শরিফকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


মন্তব্য