তাড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত
- সুভ্র,তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
- প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ০৬:০৭ PM , আপডেট: ১০ মার্চ ২০২৩, ০৬:০৭ PM

'স্মার্ট বাংলাদেশ প্রত্যয়-দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালিত হয়েছে। এ সময় জন সচেতনতামূলক ব্যানার সম্বলিত একটি র্যালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন এর নেতৃত্বে উপজেলা চত্বর ঘুরে বিশেষ আলোচনা সভায় মিলিত হয়।
শুক্রবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগ আয়োজিত দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীনের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের প্রকৌশলী সাদিক হোসাইনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবদুল মোতালিব, উপজেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক, ফায়ার সার্ভিস তাড়াইল উপজেলার ইনচার্জ আল আমিন, সহিলাটি উচ্চ বিদ্যালয়ের একদল স্কাউট সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, গনমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।