ভারী বর্ষণে বরগুনায় তরমুজ চাষীদের শোকের ছায়া

বরগুনা
ভারী বর্ষণে পানি জমে গেছে তরমুজ ক্ষেতে  © মোমেন্টস ফটো

ভারী বর্ষণে ক্ষেতে পানি জমার পর বরগুনা সদরের বালিয়াতলী এলাকার তরমুজ চাষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

বুধবার (২২ মার্চ) দুপুরে বরগুনা সদরের হেউলীবুনিয়া এলাকায় গিয়ে দেখা যায় টানা ভারী বর্ষণে বরগুনায় তরমুজচাষীদের ক্ষেতে পানি জমেছে। এতে পচন ধরার পাশাপাশি তরমুজ পরিপক্ব হতেও বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর বরগুনায় ১৭ হাজার হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। কৃষি বিভাগের আশা করেছিল হেক্টরপ্রতি ৪০ টন তরমুজের ফলন হবে। কৃষি বিভাগের প্রত্যাশা অনুসারে বরগুনায় তরমুজের ফলনও আশানুরূপ হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। কিন্তু ভারী বর্ষণও শিলাবৃষ্টির প্রভাবে ব্যপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। 

বরগুনার সদর উপজেলার বালিয়াতলী, বুড়িরচর, নলটোনা ও সদর উপজেলায় সবচেয়ে বেশি তরমুজের আবাদ হয়েছে। এছাড়া আমতলী উপজেলার বেশ কিছু এলাকায় তরমুজের আবাদ হয়েছে। ভারী বর্ষণের ফলে ওই সব এলাকার তরমুজ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে বলে জানিয়েছেন চাষিরা।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর সাড়ে তিনটার দিকে বরগুনাসহ উপকূলে টানা তিন ঘণ্টা ভারী বর্ষণ হয়। 

এতে জেলার সব তরমুজ ক্ষেতেই পানি জমে যায়। সন্ধ্যার পর বৃষ্টি কমলে আটঘাট বেঁধে ক্ষেতে নামেন চাষী। সেচ পাম্প দিয়ে রাতভর প্রচেষ্টায় ক্ষেতের জলাবদ্ধতা কমানোর চেষ্টা চালান।


মন্তব্য


সর্বশেষ সংবাদ