গলাচিপায় ইউএনও'র  প্রস্তুতিমূলক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

গলাচিপা
সংবর্ধনা অনুষ্ঠানের একাংশ  © মোমেন্টস ফটো

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক শরীফুল ইসলাম কর্তৃক এসএসসি ও দাখিলের প্রস্তুতিমূলক পরীক্ষা-২০২৩ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ২৬ জন কৃৃতি শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রাশাসক মো. শরীফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ শাহীন। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট কলামিস্ট, গলাচিপা প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরজু আক্তার, উপজলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্নকর্তা জহিরুন্নবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খকন চন্দ্র দাস, প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল করিম, পল্লি উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার শিক্ষক, কৃৃতি শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মী বৃন্দ। 


মন্তব্য