সূর্যমুখীর হাসিতে হাসছে পুরো রাজশাহী শহর

রাজশাহী
  © টিবিএম ফটো

রাজশাহী শহরে ৩৪ কিলোমিটার সড়ক বিভাজকে  ফুটেছে হাজারো জাতের ফুল। চৈত্রের  আগুন ঝরানো বাতাস সাথে ছেয়ে গিয়েছে পরো শহর জুড়ে ফুলের সুবাস।নির্মল বাতাস পরিচ্ছন্ন সবুজ খ্যাত এই শহর পরিচয় পাচ্ছে  ফুলের  শহর। 

জাতিসংঘের ইউনেস্কো ঘোষিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে পরিষন্ন পরিবেশবান্ধব রাজশাহী। তবে পুরো শহরটাকে পল্টন মতো করে সাজানো হয়েছে। মন খারাপ হলে ঘুরতে আসেন দিন বা রাতের আলোয় আবার অনেক আসেন ফটো ফ্রেমে সুন্দর স্মৃতি ধরে রাখতে। রাজশাহী সিটি কর্পোরেশন  গত চার বছরে  ২ লাখ  প্রজাতির  স্থায়ী গাছ লাগিয়েছে। এছাড়াও প্রায় ১০ লক্ষাধিক বেড়া জাতীয় গাছ লাগিয়েছে সিটি কর্পোরেশন। 

শীত বসন্ত সহ প্রতিটি ঋতুর জন্য আলাদা আলাদা গাছ লাগানো হয়েছে। একটি মৌসুম  শেষ হতে না হতে ফুটছে  আর একটি ফুল এতে সারা বছর জুড়ে রাজশাহী থাকছে ফুলের মৌসুম। শহরে কল্পনা সিনেমা হল থেকে তলায়মারি মোড় বহরমপুর সিটি বাইপাস হাইটেক পার্ক বিমান চত্বর থেকে পিয়াস সড়কে ফুটেছে হাজারো রকমের ফুল।


মন্তব্য