দুমকিতে ৭শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ

দুমকি
ঈদ সামগ্রী উপহার দেওয়ার একটি দৃশ্য  © টিবিএম ফটো

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সর্বস্তরের লোকজন যখন নাজেহাল ঠিক তখনই পটুয়াখালীর দুমকিতে ঈদুল ফিতরকে সামনে রেখে মানবতার বন্ধু ফেয়ার ইউনাইটেড গ্রুপের পরিচালক মোঃ মাসুদ আল মামুন (বাবু) এর উদ্যোগে গরীব ও দুস্থঃ ৭শতাধিক পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছেন। 

এসময় প্রতি পরিবারকে ১লিটার সয়াবিন তৈল, ২ প্যাকেট সেমাই, ১কেজির ১প্যাকেট চিনি গুড়া চাল, ২০০গ্রামের ১প্যাকেট দুধ, ৫ কেজি ভাতের চাল দেয়া হয়। 

বুধবার(১৯ এপ্রিল) বিকেল ৫ টায় উপজেলার নতুন বাজার এলাকায় বাজার কমিটির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ সরদারসহ অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতিতে ওই এলাকার অসহায় পরিবার ও উপজেলার আবাসনের ৩শ পরিবারকে এবং পরের দিন বৃহস্পতিবার(২০ এপ্রিল) বেলা ১০টায় আঙ্গারিয়া ইউনিয়নের জলিশায় মাসুদ আল মামুন (বাবু) এর নিজ বাড়ির আঙিনায় ৪শ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

ওই গ্রামের আব্দুর রব খন্দকার, মেঃ আইয়ুউব আলী, চিনু বেগম, পরী বেগম, ছালমা বেগম, সেকান্দর হাওলাদার, বিউটি বেগম ও আহম্মদ আলী বাংলাদেশ মোমেন্টসকে জানান,‘ বাজারের সকল দ্রব্যের মূল্য উর্ধ্বগতির মধ্যে আমারা এসকল খাবার সামগ্রী পেয়ে খুবই আনন্দিত ও উপকৃত হয়েছি। একসময় হতাশায় ছিলাম কিভাবে যে ছেলেমেয়ে নিয়ে ঈদটা করবো। 

দুমকি আপতুন নেসা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মমতাজ উদ্দীন মাস্টার বলেন, প্রতি বছরের ন্যায় এবারের ঈদেও আমার ছেলে বাবু মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রচেষ্টা করেছেন। আমি দোয়া করি সে যেন আমৃত্যু মানুষের পাশে থেকে এসব পরিবারকে সহযোগীতা করতে পারেন। 

ইউনাইটেড ফেয়ার গ্রুপের এমডি মোঃ মাসুদ আল মামুন (বাবু) বলেন, আল্লাহর রহমতে আমার নিজ গ্রামের ৪০০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিতে পারলাম। সম্প্রীতির নিদর্শন স্বরূপ এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া চাই যেন আজীবন এসব মানুষের পাশে থাকতে পারি। 


মন্তব্য