কক্সবাজারে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় মামলায় আটক ২

কক্সবাজার
  © টিবিএম ফটো

বঙ্গোপসাগরের কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ভেসে আসা ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় নিহত শামসুল আলমের স্ত্রী রোকেয়া আক্তার বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে মামলার ১ নাম্বার আসামী বাইট্টা কামাল ও ৪ নং আসামী করিম সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার হওয়া আসামীরা এঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের আগামীকাল বুধবার আদালতে সোপর্দ করে আরো বিশদ তদন্তের জন্য রিমান্ড চাওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।

এর আগে রোববার দুপুরে সাগরের নাজিরারটেক পয়েন্টে ভেসে আসা ট্রলার থেকে উদ্ধার করা হয় ১০ মরদেহ। যারমধ্যে ৬ জনের মরদেহ সনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়, এবং বাকী ৪ টি মরদেহ ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় সনাক্ত করে হস্তান্তর করা হবে স্বজনদের কাছে


মন্তব্য