ফের রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল অর্ধশত ঘর

রোহিঙ্গা
  © সংগৃহীত

কক্সবাজারে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে অর্ধশত ঘর। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশের এডিআইজি ছৈয়দ হারুন অর রশীদ জানান, শুক্রবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে; এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে জানালেও কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তিনি জানাতে পারেননি।

রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুন অর রশীদ বলেন, রাত সাড়ে ১০টার দিকে লম্বাশিয়া ২-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের একটি বসতঘরে আকস্মিক আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। ‘সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি জানান, প্রাথমিকভাবে অন্তত অর্ধশত বসতঘর পুড়ে গেছে বলে জানা যায়; তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।


মন্তব্য


সর্বশেষ সংবাদ