পাটগ্রামে এসএসসি পরীক্ষার হলে অনিয়ম, ২ শিক্ষককে বহিষ্কার

এসএসসি পরীক্ষা
  © ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মদিনাতুল উলুম ডি.এস মহিলা আলিম মাদ্রাসায় এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন সময়ে অনিয়মের অভিযোগে ২ শিক্ষক'কে বহিষ্কার করেছেন কেন্দ্র সচিব। 

আজ মঙ্গলবার (৩ মে) সকালে মদিনাতুল উলুম ডি.এস মহিলা আলিম মাদ্রাসায় পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২ নং কক্ষে থাকা দায়িত্বরত দুই শিক্ষক একসাথে পরীক্ষার কক্ষ থেকে বের হয়ে ওয়াশরুমে যায়। এতে এসএসসি পরীক্ষার নীতিমালা লংঘন হয়েছে এই অভিযোগে দুজন শিক্ষককে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসানের উপস্থিতিতে পরীক্ষার কেন্দ্র থেকে বরখাস্ত করেছেন ঐ কেন্দ্রের দায়িত্বে থাকা কেন্দ্র সচিব মোঃ সাইদার রহমান।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন, রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আউলিয়ার হাট দাখিল মাদ্রাসা এবং আবুল কালাম, সহ-সুপার বাউরা দাখিল মাদ্রাসা।

নিউজ প্রকাশের আগ মুহূর্ত পর্যন্ত বহিষ্কৃত শিক্ষক আবুল কালামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি। এদিকে বহিষ্কৃত অপর শিক্ষক রফিকুল ইসলাম জানান, আমি কেন বহিষ্কার হবো? আমি বহিষ্কার হইনি।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্র সচিব সাইদার রহমান জানান, পরীক্ষার নিয়ম-নীতি ভঙ্গ করে একসাথে দুজন ওয়াশরুমে যাওয়ার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। 

উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহমুদুল হাসান।