দুমকি কৃষকের মুগডাল তুলে দিলেন উপজেলা ছাত্রলীগ
- মোঃ রিয়াজুল ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
- প্রকাশ: ০৯ মে ২০২৩, ০৯:৪১ PM , আপডেট: ০৯ মে ২০২৩, ০৯:৪১ PM

পটুয়াখালীর দুমকিতে মুগ ডালের বাম্পার ফলন হলেও শ্রমিক সংকটে কৃষক দুশ্চিন্তায় দিন পার করছেন। এমতাবস্থায় কৃষকের পাশে দাড়িয়েছেন দুমকি উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (৯ মে) সকাল ১০টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামের শেখ আতিকের ১২শতাংশ জমির মুগডাল তুলে দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম প্রিন্সের নেতৃত্বে বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী।
উপকারভোগী শেখ আতিক বলেন, তুলুনি(শ্রমিক) সংকটে মুগডাল নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলাম।বিষয়টি বিভিন্ন মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা জানতে পেরে আমার মুগ ডাল তুলে দেয়, এতে আমি অনেক উপকৃত হয়েছি।
এস এম প্রিন্স বলেন, আমাদের উপজেলায় এবার মুগ ডালের বাম্পার ফলন হয়েছে কিন্তু শ্রমিক সংকট থাকায় মুগডাল তোলা ব্যাহত হচ্ছে জেনে আমার সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তার(আতিক শেখ) কিছু জমির ডাল তুলে বাড়িতে পৌঁছে দেই। এ ধরনের জনকল্যাণমূলক কাজে ছাত্রলীগ অতীতের ন্যায় আগামী দিনগুলোতেও কৃষকের পাশে থাকবে বলে আমার বিশ্বাস।
উল্লেখ্য, চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ১'শ ৭১ হেক্টর জমিতে মুগডালের বাম্পার ফলন হলেও শ্রমিক সংকটে মুগডাল তোলা ব্যাহত হচ্ছে।