পবিপ্রবিতে স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল অনুশীলন

পটুয়াখালী
  © টিবিএম ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ইরাসমাস মুন্ডাস (Erasmus Mundus) স্কলারশিপ প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে  ওই অনুষদের নিজস্ব পরিচালিত সংগঠন অনুশীলন। 

মঙ্গলবার (৯ মে) সকাল ১০টায় মাৎস্যবিজ্ঞান অনুষদে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় স্কলারশীপ প্রাপ্ত শিক্ষার্থী প্রণয় মন্ডলকে ক্রেস্ট প্রদান করেন অনুশীলনের পরিচালক আবদুল্লাহ আল হাসান। প্রণয় মন্ডল বেলজিয়াম, স্পেন ও নেদারল্যান্ডস এই তিন দেশে স্নাতকোত্তর করার সুযোগ পাবেন। স্কলারশিপ প্রাপ্ত অন্য শিক্ষার্থী সৃজিতা হাওলাদার স্নাতকোত্তর করার সুযোগ পাবেন বেলজিয়াম, নরওয়ে ও নেদারল্যান্ডসে। 

এ সময় আরও সংবর্ধনা দেওয়া হয় অনুশীলনের বিদায়ী সেক্রেটারি আল আজিমসহ অন্যান্য কার্যকরী সদস্যদেরকে। 

উক্ত অনুষ্ঠানে বিদেশে উচ্চশিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি মাৎস্যবিজ্ঞানের সাবেক ডীন অধ্যাপক ড. লোকমান আলী। 

সৃজনশীল এ সংগঠনটির সাফল্য কামনা করে প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্টা ও মাৎস্যবিজ্ঞান অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. লোকমান আলী বাংলাদেশ মোমেন্টসকে বলেন, আমরা শিক্ষার্থীদের উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য বিদেশ যাওয়া নিয়ে সহযোগিতা করা করি। 

এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নিউটন সাহা এবং অধ্যাপক আবদুল্লাহ আল হাসানসহ অধ্যায়নরত শতাধিক শিক্ষার্থীবৃন্দ। 


মন্তব্য