বাউফলে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার
- পটুয়াখালী প্রতিনিধিঃ
- প্রকাশ: ২৪ মে ২০২৩, ০৮:৩১ PM , আপডেট: ২৪ মে ২০২৩, ০৮:৩১ PM

পটুয়াখালীর বাউফলে মাদক মামলার পলাতক আসামিকে আটক করে দুমকি থানায় সোপর্দ করেছে র্যাব-৮।
মঙ্গলবার(২৩ মে) দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ এ তথ্য নিশ্চিত করেছে।
উপজেলার বগা ফেরিঘাট এলাকা থেকে উজ্জ্বল খান (৩১) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজার নেতৃত্বে একটি টিম মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে উজ্জলকে গ্রেফতার করা হয়।
র্যাব-৮ জানায়, পটুয়াখালী জেলার বাউফল থানার জিআর নং-১২৪/১৯, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী উজ্জ্বল মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের ছাত্তার খানের ছেলে।