বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

যশোর
  © ফাইল ছবি

যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক প্রবাসির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে হয়েছে।

গত মঙ্গলবার যশোর সদর উপজেলার ভায়না গ্রামের বাসিন্দা ভুক্তভোগী প্রবাসির সেই স্ত্রী কোতোয়ালি মডেল থানায় ইব্রাহিম নামে এক যুবকের বিরুদ্ধে এই মামলা করেছেন।

আসামি ইব্রাহিম একই গ্রামের দক্ষিণপাড়ার মৃত আজিম মোল্যার ছেলে।

বাদী মামলায় বলেছেন, দুুইটি সন্তানসহ স্ত্রী রেখে তার স্বামী ২০১৯ সালে কাতারে চাকরির জন্য গিয়েছেন। আসামি ইব্রাহিমের বাড়ি একই এলাকায় হওয়ায় এবং ফেসবুকের মাধ্যমে তার সাথে ওই গৃহবধূর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই গৃহবধূর মোবাইল ফোন নম্বর নিয়ে তাদের দুইজনের মধ্যে কথা হতো। এরই মধ্যে ওই গৃহবধূকে ইন্সুরেন্স কোম্পানিতে চাকরির প্রলোভন দেখায় ইব্রাহিম। সেকারণে ইব্রাহিমের সাথে বিভিন্নস্থানে নিয়ে শারীরিক সম্পর্ক করে। এরপর তাকে বিয়ে করার কথা বলা হলে ইব্রাহিম অস্বীকার করে।

গত ১৯ জানুয়ারি ওই গৃহবধূর স্বামী কাতার থেকে বাড়িতে ফিরে আসেন। এরপরে তার স্বামী ইব্রাহিমের সাথে সম্পর্কের বিষয় জেনে যান। পাশাপাশি তার স্বামীর সাথে অশান্তি সৃষ্টি হয়। এরপরে ইব্রাহিমকে আবারো তাকে বিয়ে করবে বলে তিনি স্বীকার করে।

সেকারণে গত ১২ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইব্রাহিম আবারো ওই গৃহবধূর বাড়িতে গিয়ে শারীরিক সম্পর্ক করে। এরপরে বিয়ে করার কথা বলঅ হলে ইব্রাহিম আবারো অস্বীকার করে। ফলে এই ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ।

কিন্তু আসামি ইব্রাহিমকে এখনো আটক করতে পারেনি পুলিশ। তবে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই হুমায়ুন আহম বলেছেন, আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ