তেঁতুলিয়া শালবাহান ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

তেঁতুলিয়া
  © টিবিএম ফটো

তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবারৃ (৩০ মে) সকালে শালবাহান ইউনিয়ন পরিষদে তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, জবাবদিহিতা নিশ্চিতকরণসহ জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।

ইউপি সচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। চলতি বছরের এ ইউনিয়নের ১ কোটি ৮৫ লাখ টাকার বাজেট পেশ করেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম। বাজেটে কোন কোন খাতে আয় ও ব্যয় হয়েছে তা পেশ করা হয়। বাজেটে সব চেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থা, গ্রামীণ রাস্তাঘাট, শিক্ষা কর্মসূচি, স্বাস্থ্য ও পয়:নিষ্কাশনসহ কৃষি খাত।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ইউপি সদস্য, সাংবাদিক, গ্রাম পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


মন্তব্য


সর্বশেষ সংবাদ