বরগুনার পৌর ১ নং ওয়ার্ড উপনির্বাচনে প্রয়াত তারিকুজ্জামান টিটুর আসনে তার সহধর্মিণী
- সাইফুর রহমান সাইদী,বরগুনা প্রতিনিধি
- প্রকাশ: ৩১ মে ২০২৩, ০২:২০ PM , আপডেট: ৩১ মে ২০২৩, ০২:২০ PM

বরগুনার পৌর শহরের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল প্রয়াত তারিকুজ্জান টিটু। বছরখানিক দায়িত্বরত থাকা অবস্থায় ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ঘিরে অতি উত্তেজনায় হঠাৎ ব্রেইন স্টক করে অসুস্থ হয়ে পরলে তাৎক্ষণিক তাকে বরগুনা হসপিটাল থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলে কিছুদিন পর চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন।
মঙ্গলবার (৩০ই মে) তারিকুজ্জামান টিটুর সহধর্মিণী উপনির্বাচনে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী বরগুনা পৌর ১নং ওয়ার্ডে বিপক্ষে লড়বেন আক্তারুজ্জামান নাসির।
ভোটের তারিখ আগামী ১২ জুনকে সামনে রেখে ২ প্রার্থীই কাজ করে যাচ্ছেন জনসমাজে।
স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা বলেন, তারিকুজ্জামান টিটু অত্র এলাকায় একজন সুপরিচিত ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়ায় কেদেছেন ১ নং ওয়ার্ডবাসী। তার সহধর্মিণীকে স্থানীয়রা উৎসাহ দিয়ে উপনির্বাচন করতে আগ্রহী করেছেন।
আগামী ২ বছর পর আবার পৌরসভা নির্বাচন যেহেতু তারিকুজ্জামান টিটুর মৃত্যুর পর শূন্য আসন হয়েছে সেহেতু আগামী ২ বছর তার সহধর্মিণী মোসাঃ আফরোজা পারভীনের প্রাপ্য।