পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
- আহম্মেদ ইফতেখার, ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি:
- প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০৬:০৯ PM , আপডেট: ০৫ জুন ২০২৩, ০৬:০৯ PM

আজ সোমবার (০৫জুন) সারা দেশের ন্যায় পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ঢাকা-এর সমৃদ্ধি কর্মসূচির অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবসের আয়োজন করা হয়।
“প্লাস্টিক দুষণ সমাধানে সামিল হই সকলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী কৃষিবিদ সুভাষ চন্দ্র দে লে: কমান্ডার মোয়াজ্জেম হোসেন শাখা, পাড়েরহাট প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপনের মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবসের শুভ উদ্ধোধন করেন। তিনি বলেন ‘বাংলাদেশে প্রতিনিয়ত চলছে জনসংখ্যা বৃদ্ধির তীব্রতা, হারিয়ে যাচ্ছে সবুজের সমারোহ। বৃদ্ধি পাচ্ছে নানাভাবে পরিবেশ দুষণ। পরিবেশের দুষণকে এখনই প্রতিরোধ করা না গেলে আগামীর দিনগুলোতে আমাদের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। আগামী প্রজন্মের কথা চিন্তা করতে হবে এখনই।’
১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তজার্তিক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির উদ্যোগে প্রতিবছর সারা বিশ্বে ৫জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালিত হয়ে আসছে।
এ সময় সমৃদ্ধি ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির কর্মকর্তা, অভিভাবক, যুব সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে তাদের বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ ইফতেখার। পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগত সকলের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।