বরগুনার সোনাখালিতে এক অজ্ঞাত লাশ
- সাইফুর রহমান সাইদী, বরগুনা প্রতিনিধি
- প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০৬:৩৮ PM , আপডেট: ০৯ জুন ২০২৩, ০৬:৪৬ PM

বরগুনার সোনাখালির এনায়েত খানের মিলের সামনে অজ্ঞাত এক লাশ মিলেছে মূল সড়কের উপর। শুক্রবার (৯জুন) বিকাল ৫ টায় ঘটে এ ঘটনা।
তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলে দেখা যায় লোকটি মূল সড়কের উপরে পরে আছে। ঘটনাস্থল থেকে খোঁজ নিয়ে জানা যায়, অজ্ঞাত লোকটি বরগুনার ৪ নং ইউনিয়নের পূর্ব কেওড়াবুনিয়ার বাসিন্দা।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা জানান, আমরা এসে এ অবস্থায় দেখতে পেয়ে স্থানীরা মিলে ৯৯৯ এ কল দেই। এর প্রায় ৩০ মিনিট পর তারা আসে এতে ক্ষুব্ধ হয় এলাকাবাসী।
ধারণা করা হচ্ছে লোকটি গরু নিয়ে পিক-আপ ভ্যানে যাবার সময় অনাকাঙ্ক্ষিত ভাবে সোনাখলির এনায়েত খানের মিলের সামনে মূল সড়কে পড়ে যায়। এতে লোকটির মাথা থেকে অতিরিক্ত রক্ত ঝরে যাওয়ায় তার মৃত্যু হয়।
পরে পুলিশ আসলে তাৎক্ষণিক ঘটনাস্থল ফাঁকা করে দিয়ে লাশটি বরগুনা সদর থানায় প্রেরণ করে।
ঘটনাস্থলে বরগুনা থানার এসআই আব্দুল মোমেন তার টিম নিয়ে গেলে তাদের কাছে ঘটনার বিষয় জানতে চাইলে তারা বলেন, এখন পর্যন্ত পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না, তবে এলাকার ৭ ও ৮ নং ওয়ার্ডের মেম্বার আসছে।
তাদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।