বরগুনা পলিটেকনিকে আয়োজিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয় শীর্ষক সেমিনার

বরগুনা
সেমিনারের একাংশ  © টিবিএম ফটো

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট এ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয় শীর্ষক সেমিনার এর আয়োজন করা হয়েছে। 

শনিবার (১৭ই জুন) বেলা ১২ টায় এ সেমিনারের আয়োজন করা হয়।

এ সময় বিভিন্ন টেকনোলজি কতৃক উপস্থাপিত স্কিল কম্পিটিশনের  উদ্ভাবনী প্রজেক্ট মুল্যায়ন করা হয়। এর মধ্যে কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি, সিভিল ডিপার্টমেন্ট, এনভায়রনমেন্ট টেকনোলজি,রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং টেকনোলজি, ইত্যাদি।

সেমিনারের শুরুতে কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে প্রবন্ধ পাঠ করেন ইনস্টিটিউট এর শিক্ষক মোঃ রুবেল সরদার।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হোসেন।

প্রদর্শনী

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ মিয়া জেলা কমান্ডার, মোঃ সবুজ আলম উপ প্রকল্প পরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মোঃ আরিফুর রহমান শুভ, নির্বাহী ম্যাজিস্ট্রেট এছাড়াও সঞ্জীব দাস বরগুনা প্রেসক্লাবের সভাপতি, মনির হোসেন কামাল পরিচালক, লোকোবেতার ৯৯.২ এফ.এম, মোঃ নিজাম উদ্দিন সভাপতি জেলা আইডিইবি, বরগুনা, আলহাজ্ব মোশাররফ হোসেন, দৈনিক দ্বীপাঞ্চল  সভাপতিত্ব করেন বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট এর সুযোগ্য অধ্যক্ষ মোঃ দীন ইসলাম খান।

দিনব্যাপী সেমিনারে বরগুনার বিভিন্ন  মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান অংশগ্রহণ করেন।