দুমকিতে ইয়াবা ও বাইকসহ বরিশালের ২ যুবক আটক!
- মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ
- প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৫ PM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৫ PM

পটুয়াখালীর দুমকিতে ইয়াবা ও বাইকসহ বরিশালের ২ যুবককে আটক করেছে পুলিশ।
আটক মোঃ কাওসার হোসেন (২৬) বরিশালের কোতোয়ালি থানাধীন ফুলিয়া'র ২৬ নং ওয়ার্ডের পূর্ব হরিনা এলাকার মৃত. ফরিদ চৌধুরীর ছেলে। অন্যদিকে মোঃ রাজিব হাওলাদার (২৮) বরিশালের বাকেরগন্জ উপজেলার পাদ্রী শিবপুরের আড়াইবেকী গ্রামের আঃ সালাম হাওলাদারের ছেলে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টার দিকে পায়রা সেতুর টোল প্লাজায় নিয়মিত চেকপোস্টে সন্দেহ হলে দুমকি থানা পুলিশ তাদের আটক করে।
পুলিশ জানায়, তাদের তল্লাশি চালিয়ে ১৪ (চৌদ্দ) পিচ অ্যামফিটামিন যুক্ত (ইয়াবা ট্যাবলেট) ও একটি পুরাতন ১২৫ সিসি লাল কালো রংয়ের মটর সাইকেলসহ আটক করা হয়।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান বাংলাদেশ মোমেন্টসকে জানান, এদের নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। যার নং-০৫।