পাটগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেলো ৮টি দোকান
- মমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি :
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০১:৪০ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২৩, ০১:৪৪ PM

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের মধ্য বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেলো ব্যবসায়ীদের প্রতিষ্ঠান।
বুধবার (১ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে ওই উপজেলার বাউরা ইউনিয়নের বাউরা মধ্য বাজার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে অন্তত প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীদের।
জানা গেছে, বাউরা বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন, বুলু মিয়া, নবীউল ইসলাম, রাশিদ আলীর মুদি দোকান ও হাবিবুল হকের ডিমের দোকান, আবু তালেবের পান-গুপাড়ির দোকান, সোহরাব আলীর দোকান পুড়ে ছাই হয়।
ব্যবসায়ীরা জানান, রাতে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা যে যার মত বাড়িতে চলে যায়। মধ্য রাতে তারা জানতে পারে যে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত এসে দেখেন দোকান বলতে অবশিষ্ট আর কিছুই নাই শুধু পুড়ে যাওয়া আগুনের শেষ চিন্হ ছাড়া।
এ সময় স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ব্যবসায়ীদের সব দোকান পুড়ে ছাই হয়ে যায়।
পাটগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জীবন চন্দ্র রায় বলেন, ‘রাত ৩টা ৪০ মিনিটের দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। কিন্তু কিভাবে আগুনের সুত্রপাত হলো তাৎক্ষনিক এ বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি।
বাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।