আলুর দাম নিয়ন্ত্রণে আনতে ভারত থেকে আমদানি শুরু
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৪:২৯ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২৩, ০৪:২৯ PM

আলু আমদানির অনুমতি দেয়ায় পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। আলু আমদানির ফলে দেশে আলুর দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন আমদানিকারকরা।
দেশের বাজারে দাম না কমা পর্যন্ত আলু আমদানি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বন্দরের আমদানিকারকরা। বৃহস্পতিবার দুপুর ২টায় ভারত থেকে আমদানিকৃত আলুবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়।
বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বন্দর দিয়ে ৭টি ট্রাকে ১৫৩ টন ৭৪৫ কেজি আলু আমদানি হয়েছে। নিশাত ট্রেডার্স, খান ট্রেডার্স নামের আমদানিকারক প্রতিষ্ঠান এসব আলু আমদানি করেছেন।
আলু আমদানিকারক মের্সাস খান ট্রেডার্সের প্রতিনিধি মাহবুব আলম জানান, দীর্ঘদিন ধরেই আলু আমদানির কোনো অনুমতি ছিল না। কিন্তু সম্প্রতি আলুর বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠলে সরকার গত ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি দেয়। এরপর আমদানিকারকরা এলসি খুললে আজ প্রথম চালানে ভারত থেকে আলু আমদানি শুরু করেছেন।
ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে এসব আলু আমদানি করা হচ্ছে। প্রতিটন আলু ১শ থেকে ১শ ৫০মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে।
হিলি স্থলবন্দর আলু আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, ‘আমদানির অনুমতি পাওয়ার পর এলসি খুলে তার বিপরীতে ইতোমধ্যেই বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। ভারত থেকে প্রতি কেজি আলু ১৩ থেকে ১৫ রুপি দরে ক্রয় করা হচ্ছে। এর সঙ্গে পরিবহন খরচ ও বাংলাদেশে আলুর কেজি প্রতি শুল্ক রয়েছে সাড়ে ৩ টাকার উপরে। তাতে করে আমাদের আলু আমদানিতে পড়তা পড়ছে ২৬ থেকে ২৭ টাকার মত। এতে করে আমদানিকৃত আলু ৩০ টাকা দরে বিক্রি করতে পারব।
‘তবে কাস্টমসে শুল্ক যদি বাড়ে সেক্ষেত্রে কিছুটা বাড়তে পারে। আর ভারত থেকে আলু আমদানির ফলে ইতোমধ্যেই আলুর দাম কমে এসেছে। তাতে করে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে। সেই সঙ্গে সিন্ডিকেট করে কোল্ড স্টোরেজ মালিকসহ মধ্যসত্বভোগীরা আলুর দাম বাড়িয়েই চলছিলেন, সেই সিন্ডিকেট ভেঙ্গে যাবে, আলুর দাম কমে আসবে।’
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ সহকারি সংগনিরোধ কমকর্তা ইউসুফ আলী বলেন, আলু আমদানির অনুমতি চেয়ে হিলি স্থলবন্দরের বেশ কয়েকজন আমদানিকারক আবেদন করেছিলেন। এ পর্যন্ত হিলি স্থলবন্দরের ৩০ জন আমদানিকারক ২৫ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আজ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। আমরা আইপি দেখে আলুর মান যাচাই পূর্বক সার্টিফিকেট প্রদানের মাধ্যমে আলু ছাড়করণ দেয়া হবে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। এ পর্যন্ত বন্দর দিয়ে ৭ ট্রাক ১৫৩ টন ৭৪৫ কেজি আলু আমদানি হয়েছে। আর আলু যেহেতু কাঁচামাল তাই কাস্টমসের প্রক্রিয়া শেষে দ্রুত ছাড়করণে বন্দর কতৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে রেখেছে।