সোনাদিয়া দ্বীপে প্রাকৃতিক সম্পদ নষ্ট হবে তাই, মাতারবাড়িতেই গভীর সমুদ্র বন্দর- প্রধানমন্ত্রী
- রবিউল আলম ফাহিম, কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৯:৪১ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৩, ০৯:৪৮ PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সোনাদিয়া দ্বীপে বন্দর হলে প্রাকৃতিক সম্পদ নষ্ট হবে, তাই মাতারবাড়িতেই হচ্ছে গভীর সমুদ্র বন্দর।
এসময় শেখ হাসিনা বলেন, চট্টগ্রাম বন্দরে মালামাল খালাসে অনেক সময় ব্যয় হয়, যা এখানে হবেনা। পার্শ্ববর্তী অনেক দেশই ব্যবহার করতে পারবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর।
ভৌগোলিক ভাবে মাতারবাড়ি গুরুত্বপূর্ণ জায়গা মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন এখানে বিদুৎ কেন্দ্রসহ আরো গুরুত্বপূর্ণ স্থাপনা করা হচ্ছে। মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর চ্যানেলের উদ্বোধন ও প্রথম টার্মিনাল নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়তে জাপান বাংলাদেশকে সহযোগিতা করেছিল। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন অটুট রয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী মাতারবাড়িতে বন্দর স্থাপনের জন্য জাপানের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ও চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২৬ সালে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু করার পরিকল্পনা সরকারের। দেশের প্রথম ও একমাত্র গভীর সমুদ্র বন্দর স্থাপনের জন্য প্রাক্কলিক ব্যায় ধরা হয়েছে ১৭ হাজার ৭৭৭ কোটি ২০ লাখ টাকা।