বহুদিন পর একখান কম্বল পাইছি, শীতের রাতে একটু আরাম কইরে ঘুমাবার পারমু

ঈশ্বরদী
  © টিবিএম ফটো

বহুদিন পর একখান শীতের কম্বল পাইছি, আইজ থ্যাইকা রাইতের বেলা আরাম কইরে একটু ঘুমাবার পারমু। সবাই সব জায়গা থেকে শীতের জন্যি কম্বল নিয়ে আসে আমারে কেউ একটা কম্বল আইনে দিতি পারেনা। হাঁটতি পারিনে বলে কোথাও কম্বল আনতি যাইনা। বাড়ির সামনে কম্বল দিতি দেকি বেটার বৌ এর সাথে কম্বল নিবার আইছি। কম্বল পাইয়ে খুব ভালো লাগতিছে। কম্বল নিতে এসে ঠিক এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন ঈশ্বরদী পৌর শহরের কামারপাড়া এলাকার বাসিন্দা  ৯৫ বছরের বৃদ্ধা মোছা: সাকিরন বেগম। 

একইভাবে নতুন কম্বল হাতে পেয়ে উচ্ছাসিত মুখে আরেক বৃদ্ধ হারুন মিয়া(৭৫) বলছিলেন, এবার শীতের পরিমান অনেক বেশি। কোথাও থেকে কোন কম্বল পাইনি। হটাৎ করে দেখলাম বাড়ির সামনে কারা যেন কম্বল বিতরন করছে। তা দেখে একটা কম্বল নিতে এসেছি। নতুন কম্বল পেয়ে আমি অনেক খুশি।

আরও পড়ুন: জাবিতে যৌন হয়রানি হলেই আলোচনায়  সেঞ্চুরিয়ান মানিক

পাবনা-৪ আসনের(ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদ সদস্য গালিবুর রহমান শরীফের দিক নির্দেশনায় রবিবার(৪ ফেব্রুয়ারি) বিকালে পৌর শহরের ওয়াবদা গেট সংলগ্ন কামাড় পাড়া এলাকায় উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের উদ্যোগে শীতার্ত ৪ শতাধিক দুস্থ  নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে। এ সময় নতুন কম্বল হাতে পেয়ে সকলের চোখেমুখে দেখা যায় আনন্দের ঝিলিক।

ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল বলেন, শুধু শীত নয়, সাধারন মানুষের পাশে আমরা সব সময় থাকতে চাই।

কম্বল বিতরনকালে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌসভার প্যানেল মেয়র আবুল হাসেম, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, পৌর যুবলীগ নেতা রুহুল আমিন কুদ্দুস, উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশব, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির সদস্য নিশাত জামান অমি, উপজেৱা তাঁতীলীগের সভাপতি বাদশা আলমগীর আকমাল, ছাত্রলীগ নেতা ইমন হোসেন মুবিন প্রমুখ।


মন্তব্য


সর্বশেষ সংবাদ