সিরাজগঞ্জে শিক্ষকের গুলিতে শিক্ষার্থী আহত 

সারাদেশ
  © সংগৃহীত

সিরাজগঞ্জের শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজে শিক্ষকের গুলিতে এক  শিক্ষার্থী আহত হয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সিরাজগঞ্জের সদর উপজেলার শহিদ এম মনসুর আলী মেডিকেলের শিক্ষক ডা. রায়হান শরীফ পিস্তল দিয়ে আরাফাত আমিন তমাল নামের এক ছাত্রের পায়ে গুলি করেন। এতে আহত হয়ে ওই শিক্ষার্থী মেডিকেলে ভর্তি আছেন।

মনসুর আলী মেডিকেলের শিক্ষার্থীদের নিকট থেকে জানা যায়,  মেডিকেলের শিক্ষক রায়হান শরীফ বিগত তিন মাস ধরে ক্লাসে পিস্তল নিয়ে আসতেন এবং শিক্ষার্থীদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করতেন। এরই অংশ হিসেবে আজ ক্লাসে এসে মেডিকেল শিক্ষার্থী তমালকে গুলি করে। তমালের পায়ে গুলি লাগলে সহপাঠীরা তাকে আহত অবস্থায় মেডিকেলে ভর্তি করেন।

খবর ছড়িয়ে পড়লে মেডিকেলের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এতে মেডিকেল শিক্ষার্থী ছাড়াও শিক্ষকরা অংশগ্রহণ করে। খবর পেয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ মেডিকেল কলেজে উপস্থিত হন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নির্বাহি ম্যাজিস্টেট সহ প্রশাসনের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, উক্ত শিক্ষক প্রতিনিয়ত পিস্তল-ছুরি নিয়ে ক্লাসে আসত। কর্তৃপক্ষকে জানালেও তারা কোন ব্যবস্থা নেননি। ওই শিক্ষক দম্ভ করে বলত আমার কিছুই হবে না। এতে করে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হত। তারই ফলশ্রুতিতে আজকের এই মর্মান্তিক ঘটনা সংগঠিত হলো বলে তারা জানান।


মন্তব্য