ফটিকছড়িতে খাল খননের উদ্বোধন
- কামরুল হাসান: ফটিকছড়ি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০৯:৫৪ PM , আপডেট: ১৮ মার্চ ২০২৪, ০৯:৫৪ PM

চট্টগ্রামের ফটিকছড়িতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অন্তর্ভুক্ত হরিণা খাল (৪ কিমি) পুনঃ খনন কাজের উদ্বোধন করা হয়েছে
সোমবার (১৮ মার্চ) সকালে উপজেলার ভূজপুরে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বউপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে সেচ প্রকল্প চটগ্রামের বিএডিসির বাস্তবায়নে এই খাল খননের উদ্বোধন করেন সাংসদ খাদিজাতুল আনোয়ার।
এর পূর্বে এক সংক্ষপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি। বিশেষ অতিথি ছিলেন বিএডিসি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী ফাতেমা আক্তার, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী, ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম এইচ শাহাজাহান চৌধুরী শিপন,উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী নুরুল আলম, এছাড়া আরো উপস্থিত ছিলেন ভূজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম বাপ্পু সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।