২৪ এপ্রিল ২০২৪, ২২:৩২

সাজেকে ডাম্পট্রাক উল্টে খাদে; নিহত বেড়ে ৯

  © সংগৃহীত

রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী পর্যটন স্পট সাজেকের উদয়পুরের সীমান্তবর্তী ৯০ ডিগ্রী নামক স্থানে ডাম্পট্রাক উল্টে খাদে পড়ে গেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে ৬ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যায়।

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছে।

প্রাথমিকভাবে স্থানীয় একাধিক ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে এ তথ্য নিশ্চিত করা গেছে। তবে সংশ্লিষ্ট কেউই হতাহতের পরিচয় তাৎক্ষণিভাবে জানাতে পারেনি।

জানা যায়, খাগড়াছড়ির দীঘিনালা হয়ে সাজেক ইউনিয়নের সাজেক-উদয়পুর সড়কের নির্মাণাধীন কাজের জন্য ডাম্পট্রাকে করে শ্রমিক নেয়ার পথে ৯০ ডিগ্রি নামক স্থানে পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে সাজেক থানার পুলিশ রওনা করেছে। একইসাথে উদ্ধারকাজে সেনাবাহিনী রয়েছেন বলে জানা গেছে।

এদিকে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে স্থানীয় কয়েকটি সূত্র।

ঘটনাস্থল সাজেক থেকে আরও ১৪ কিলোমিটার দূরে অর্থাৎ বাংলাদেশের শেষ সীমানা। এর পরবর্তী ভারতের শিলছড়ি সীমান্ত শুরু। যার ফলে যোগাযোগ ও নেটওয়ার্কিং সুবিধা না থাকায় এখন পর্যন্ত দুর্ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি।