রাত পোহালেই মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

উখিয়া
  © সংগৃহীত

উখিয়া উপজেলার মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন কাল সোমবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। কে হচ্ছেন অভিভাবক সদস্য পদে বিজয়ী? এ নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। নির্বাচন নিয়ে এলাকার মধ্যে ব্যাপক উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে শিক্ষার মানোন্নয়ন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শাখা সংযুক্ত, বিদ্যুৎ ব্যবস্থা, দরিদ্র ও ঝরে পড়া শিক্ষার্থীদের উপর বিশেষ গুরুত্ব দিয়ে স্মার্ট বিদ্যালয় বাস্তবায়নের অঙ্গিকার নিয়ে যোগ্য শিক্ষাবিদ, সামাজিক ও রাজনৈতিক পর্যায়ের বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ মিলে একটি প্যানেলও ঘোষণা করেছেন হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এম. মনজুর আলম।

অপরদিকে ১০ জন অভিবাবক সদস্য প্রার্থীদের মধ্যে আরো একটি ৪জনের প্যানেল প্রচারণা করতে দেখা গেছে মাঠ পর্যায়ে। এই দুই প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা।

দুটি প্যানেলের সদস্যরা ভোটারদের বাড়ি ছোটাছুটিতে ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এ গ্রাম থেকে ওগ্রামে সকল ভোটারের সাথে নানা রকমের প্রতিশ্রুতি দিচ্ছে বলে জানান বিভিন্ন অভিভাবকগণ। আজ সকল বৈধ অভিভাবক ভােটার নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যানেজিং কমিটির এই নির্বাচন।

নির্বানের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা( ভারপ্রাপ্ত) মোহাম্মদ উল্লাহ জানান- "নির্বাচনের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।সংরক্ষিত মহিলা অভিভাবক প্রার্থী কহিনুর ইয়াছমিন কোন প্রতিদন্ধী প্রার্থী না থাকায় বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

৪ জন পুরুষ অভিভাবক সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদন্ধীতায় করবেন। মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের ম্যানজিং কমিটির নির্বাচনে ১ হাজার ২ শত এর অধিক বৈধ অভিভাবক ভােটার তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ভােটাধিকার প্রয়োগ করবেন।

অভিভাবক সদস্য পদে প্রার্থীরা হলেন, আব্দু সালাম ১ নং ব্যালট, ওবায়দুল হক ছোট্টো ২ নং ব্যালট, কফিল উদ্দিন সিকদার ৩ নং ব্যালট, জহির আহমদ ৪ নং ব্যালট, নজির আহমদ ৫ নং ব্যালট, নুরুল আলম সিকদার ৬ নং ব্যালট, মির্জা মোহাম্মদ জহির রায়হান ৭ নং ব্যালট, মোহাম্মদ আলমগীর ৮ নং ব্যালট, মোহাম্মদ জাফর আলম ৯ নং ব্যালট, সাইফ উদ্দিন মুন্না ১০ নং ব্যালট নিয়ে প্রতিধন্ধিতা করবেন।


মন্তব্য