গোয়েন্দা সংস্থা এনএসআই’র সহযোগিতায় কক্সবাজার বিমানবন্দরে স্বর্ণসহ আটক এক

কক্সবাজার
  © সংগৃহীত

কক্সবাজার বিমানবন্দরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর সহযোগিতায় ৪২৪ গ্রাম স্বর্ণ ও ১৬৮ গ্রাম রূপাসহ একজন যাত্রীকে আটক করা হয়েছে ৷

রবিবার (২৮ এপ্রিল) দুপুরে তাকে আটক করা হয় ।

আটককৃত ব্যক্তি হলেন, কক্সবাজার শহরের ঘোনার পাড়া এলাকার বিমল ধরের ছেলে রুবেল ধর।

গোয়েন্দা সংস্থা এনএসআই সূত্র জানায়, রবিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট যোগে ঢাকা হতে কক্সবাজার আসেন ওই যাত্রী। তার কাছে অবৈধ স্বর্ণ থাকার খবর পেয়ে তার সাথে থাকা লাগেজ বিমানবন্দরের স্ক্যানারে স্ক্যান করলে অলংকার সদৃশ বস্তু দৃশ্যমান হয়। পরবর্তীতে লাগেজ তল্লাশি করলে ৪২৪ গ্রাম স্বর্ণও ১৬৮ গ্রাম রূপা পাওয়া যায় ।

উল্লেখ্য, ওই ব্যক্তি গত শনিবার ভোর ৩টা ৪৫ মিনিটের সময় সৌদি আরবের দাম্মাম শহর হতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস যোগে (ফ্লাইট নং BG 350) ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান। পরে ঢাকা থেকে আরেকটি বিমানযোগে কক্সবাজার বিমানবন্দর এসেছিলেন।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কক্সবাজার বিমানবন্দরে দায়িত্বরত এপিবিএন এর মাধ্যমে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


মন্তব্য