নাসিরনগর উপজেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান রোমা আক্তার

ব্রাহ্মণবাড়িয়া
  © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রোমা আক্তার বিজয়ী হয়েছেন। এবার প্রথমবারের মতো কোনো নারী নাসিরনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন।

বুধবার (৮ মে) রাত ১০ টার দিকে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩ হাজার ৯০১ ভোট পেয়ে ঘোড়া প্রতীকের প্রার্থী রোমা আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমরাও খান আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৩৮০ ভোট।

এ ব্যাপারে রোমা আক্তার বলেন, নারী প্রার্থী হিসেবে আমি প্রথমবারের মতো নাসিরনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এই বিজয় নাসিরনগর উপজেলার সর্বস্তরের জনগনকে উৎসর্গ করছি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৫৬ হাজার ২৬৬ জন। এর মধ্যে ৮৭ হাজার ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এছাড়া নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৩৭ হাজার ৯২৬ ভোট পেয়ে টিউবওয়েল প্রতীকের প্রার্থী আবু আহাম্মদ কামরুল হুদা নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভানু চন্দ্র দেব মাইক প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪০৭ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২ হাজার ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী রিটা আক্তার।

উল্লেখ্য, রোমা আক্তার বাংলাদেশ কৃষকলীগ এর কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নাজির মিয়ার স্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উনারা স্বামী-স্ত্রী দুজনই ব্রাহ্মণবাড়িয়া ১ (নাসিরনগর) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশী ছিলেন


মন্তব্য