রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি

স্বদেশে ফিরতে আন্তর্জাতিক মহলের সহযোগিতা চেয়েছেন রোহিঙ্গারা

কক্সবাজার
  © সংগৃহীত

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল মোমেনের নেতৃত্বে ৬ সদস্যের এই টিম ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণ, রোহিঙ্গাদের সঙ্গে আলাপ এবং নানা কার্যক্রম ঘুরে দেখেন। ক্যাম্পের পরিস্থিতি জানা এবং সংকট নিরসনে সুপারিশমালা প্রণয়নে এই ক্যাম্প পরিদর্শন বলে জানিয়েছেন কমিটির সভাপতি।

রোববার (১২ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনে গাড়ি বহর পৌছান তারা। ক্যাম্প-৪ এক্সটেনশনে তারা বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) একটি ই-ভাউচার আউটলেট পরিদর্শন করেন। এরপর রোহিঙ্গাদের রেশন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা।

এরপর দুপুরের দিকে ৫ নম্বর আশ্রয়শিবিরে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্যরা। সেখানে উপস্থিত ৫০ জনের বেশি রোহিঙ্গা প্রতিনিধির সঙ্গে ক্যাম্প-৫ এর সিআইসি অফিসের কনফারেন্স রুমে বৈঠক করেন তারা। বৈটকে রোহিঙ্গাদের সংকট নিরসনের উপায়গুলো জানার চেষ্টা করেন কমিটির সদস্যরা। এমন প্রশ্নের মুখোমুখি হয়ে রোহিঙ্গারা জানায়, যেকোনো মূল্যে তারা স্বদেশে ফিরতে চায়।

ক্যাম্প ৫ এর বৈঠক শেষে প্রতিনিধিদলটি শিশুশিক্ষা কার্যক্রম সেন্টার ও ঘুমধুমের ট্রানজিট সেন্টার পরিদর্শন করেন। পরে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা আশ্রয়শিবিরে বৈঠক করেন শিবিরে ইনচার্জদের সঙ্গে।

পরিদর্শনকালে প্রতিনিধি দলে আরও রয়েছেন নুরুল ইসলাম নাহিদ এমপি, হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, নাহিম রাজ্জাক এমপি, হাবিবুর রহমান এমপি ও জারা জাবীন মাহবুব এমপি। এছাড়াও তাদের সাথে উপস্থিত ছিলেন- শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল জানান- মূলত স্বদেশে ফিরতে রোহিঙ্গারা বাংলাদেশ ও আন্তর্জাতিক মহলের সহযোগিতা চেয়েছেন। এ ব্যাপারে দীর্ঘক্ষণ আলোচনা হয় রোহিঙ্গাদের সাথে।

কমিটির সভাপতি এ কে আবদুল মোমেন জানান, মূলত ক্যাম্পের পরিস্থিতি জানতে এই পরিদর্শন। আলাপ করে যা পাওয়া গেছে তা নিয়ে সংকট নিরসনে সুপারিশমালা প্রণয়ন করা হবে।

পরে বিকেলে কক্সাবজারস্থ শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদও অংশগ্রহণ করেন।