উখিয়া উপজেলা পরিষদ

চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী আর নেই, কাল বিকেলে জানাজা

উখিয়া
চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী  © টিবিএম

"শ্রদ্ধা জানিয়ে মাইকিং-প্রচারণা বন্ধ রেখেছে প্রার্থীরা"

কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ঢাকার একটি বেসরকারি হাসপাতাল ল্যাব এইডে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি...)। বৃহস্পতিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে লিভার জটিলতায় ছিলেন তিনি। তার মৃত্যুতে কক্সবাজারবাসী একজন দক্ষ, স্পষ্টবাদী, জ্ঞানী ও বিচক্ষণ বর্ষীয়ান রাজনীতিবিদকে হারালো।

দীর্ঘদিন ধরে ভারতের দিল্লিতে উন্নত চিকিৎসা গ্রহণ করছিলেন তিনি। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় বেশ কিছু দিন আগে তাঁকে ভারত থেকে দেশে আনা হয়। এর পরে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে উখিয়ায় নেমে এসেছে শোকের ছায়া।

২০ বছর আগে ২০০৪ সালে উখিয়া সদরের ফলিয়াপাড়া গ্রামের বাসিন্দা মরহুম বদিউর রহমান চৌধুরীর পুত্র বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম চৌধুরীও একইদিনে মৃত্যুবরন করেন। নুরুল ইসলাম চৌধুরী হামিদুল হক চৌধুরীর বড় ভাই।

মৃত্যুকালে হামিদুল হক চৌধুরীর বয়স ছিল ৬৮ বছর। ১ স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে রেখে যান তিনি। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবং উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি।

এছাড়াও তিনি উখিয়া-টেকনাফের বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার, জেলা পরিষদের সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর চাচা এবং উখিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরীর ভাই।

অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ও বিশ্বস্ত রাজনৈতিক নেতা ছিলেন। যার ফলশ্রুতিতে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফর সঙ্গী হওয়ার সুযোগ পেয়েছিলেন। তিনি উখিয়ার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। 

পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা আজ (শুক্রবার) বিকেল ৩ টায় উখিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর উখিয়া স্টেশন জামে মসজিদসংলগ্ন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।

আগামী ২৯ মে উখিয়ায় তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। বর্তমান চেয়ারম্যানের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে মাইকিং, প্রচারণা বন্ধ রেখেছেন উখিয়া উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও তাঁর মৃত্যুতে উখিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।