ফটিকছড়িতে

অবৈধভাবে মাটি কাটায় প্রশাসনের অভিযানে অর্থদন্ড

ফটিকছড়ি
আটককৃত ব্যক্তি মো: নুরুল হক  © টিবিএম

চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং ইউপিতে সরকারি জায়গায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে নুরুল হক নামে এক ব্যক্তিকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৮ জুন ) দুপুর ১ টায় পাইন্দং ইউপির ২ নং ওয়ার্ড কাঞ্চননগর রাবার বাগানের ডলু অংশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

আটককৃত ব্যক্তি পাইন্দং ইউনিয়নের ২ নং ওয়ার্ড মৃত আলী আহাম্মদের ছেলে মোঃ নুরুল হক।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ডলু এলাকা থেকে অবৈধ ভাবে মাটি কেটে পাচার করছে একটি চক্র, চক্রটি মাটি কেটে পাচার করছে এমন খবর পেয়ে উপজেলা প্রশাসনের অভিযানে মৃত আলী আহাম্মদের ছেলে মোঃ নুরুল হককে আটক করে, পরবর্তীতে অপরাধ স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ অনুসারে নুরুল হককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করে কাঞ্চননগর রাবার বাগানের ম্যানেজার, আনসার ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।