সন্ত্রাসীদের গুলিতে নিহত এক রোহিঙ্গা
- কনক বড়ুয়া, উখিয়া প্রতিনিধি;
- প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৭:৫৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৪, ০৭:৫৪ PM

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ফিরোজ খান (২৮) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছে। নিহত ফিরোজ খান উখিয়ার পালংখালি ইউনিয়নের ৮ নং ক্যাম্পের মাহমুদ শরীফের ছেলে। মঙ্গলবার (১৩ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে পালংখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫০ ব্লকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপপরিদর্শক দূর্জয় সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। তিনি জানান- 'উখিয়া উপজেলার ৮-ই ক্যাম্পের বি-৫০ ব্লকের জনৈক আবু বক্করের বসতঘরের সামনে রাস্তার ওপর অজ্ঞাতনামা একদল সন্ত্রাসী ফিরোজকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।'
ওসি মো. শামীম হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।