ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী কালা পুতোকে অস্ত্রসহ গ্রেপ্তার
- কনক বড়ুয়া, উখিয়া:
- প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১১:৩১ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৪, ১১:৩১ AM

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসী'কে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। পুলিশ বলছে সে একজন শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি।
শনিবার (১৭ আগস্ট) ভোর ৫ টার দিকে ক্যাম্প-৪ এর হোপ হাসপাতাল সংলগ্ন এই অভিযান চালায় পুলিশ।
আটককৃত আসামী হলো- ক্যাম্প-৪, সাব ব্লক-এ/২ এর হাফেজ আহম্মেদের ছেলে শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী ছাদেক হোসেন প্রকাশ কালা পুতো।
বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন পুলিশ। পুলিশ জানিয়েছে- শনিবার ভোরে অতিঃ ডিআইজি এর নির্দেশনায় সহ-অধিনায়ক মোঃ আরেফিন জুয়েলের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার অংশু কুমার পুলিশের একটি টিম নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী ছাদেক হোসেন প্রকাশ কালা পুতোকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি জি-৩ রাইফেল এবং ১০ রাউন্ড রাইফেলের গুলি পাওয়া যায়।
পুলিশ আরো জানিয়েছে- শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী কালা পুতোকে গ্রেপ্তার করে ক্যাম্প হেফাজতে নিয়ে আসা হয়। এ সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা করা হচ্ছে।