জনগণ এবার জামায়াতকে ক্ষমতায় দেখতে চান: রফিকুল ইসলাম খান
- মোঃ রবিউল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি;
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ PM
জনগণ এবার জামায়াতকে ক্ষমতায় দেখতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, বিগত দিনে সব দল দেখা শেষ হয়েছে জনগণের। সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমি প্রাঙ্গনে শহর জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার গত ১৬ বছরে সবচেয়ে বেশি নির্যাতন করেছে জামায়াত নেতাকর্মীদের ওপর। জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তাদের বাড়িঘরে থাকতে দেয়া হয়নি। ব্যবসাপ্রতিষ্ঠানে বসতে দেয়া হয়নি। এমন কোনো জুলুম অত্যাচার নাই যা জামায়াতের নেতাকর্মীদের সাথে করা হয়নি। বিনা দোষে মিথ্যা মামলার নাটক সাজিয়ে বিচারের নামে জামায়াত নেতাদের ফাঁসি দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য গত জুলাই-আগস্টে ফ্যাসিস্ট হাসিনা দেশে যে গণহত্যা চালিয়েছে তা নজিরবিহীন। পতিত সরকার যে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের ফাঁসি দিয়েছে সেই ট্রাইবুনালে হাসিনাসহ সকল খুনিদের বিচার করে ফাঁসি দিতে হবে সেই দাবি জানাচ্ছি।’
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াত ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার আমির অধ্যাপক মো: আব্দুল লতিফ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর শাখার সেক্রেটারি মাওলানা মো: মোস্তফা মাহমুদের পরিচালনায় সমাবেশে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার আমির মাওলানা মো: শাহীনুর আলম, জামায়াতের বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক মো: নজরুল ইসলাম।
এছাড়াও সমাবেশে শহর জামায়াতের বায়তুল মাল সম্পাদক আব্দুল মজিদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক জুবায়ের আহমেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য মো: হাফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে, সকাল ১১টা হতে দুপুর পর্যন্ত রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। রুকন সম্মেলনে নবনির্বাচিত জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের শপথ অনুষ্ঠিত হয়। পরে সমীরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ-এর পরিবেশনায় ইসলামি সংগীত পরিবেশন করা হয়।