তেঁতুলিয়ায় শীতার্তদের পাশে সোনারগাঁও ইউনিভার্সিটির বিজনেস সোশাল ওয়েলফেয়ার
- জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি;
- প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:৪১ PM , আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:৫৭ PM

শীতের জেলা হিসেবে পরিচিত উত্তরের উপজেলার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার গরীব,অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়ি মুটকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোনারগাঁও ইউনিভার্সিটির বিজনেস সোশাল ওয়েলফেয়ার নামে ওই সংগঠনটি প্রায় ২ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র করেন৷
এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুষ্টিবিদ রেবেকা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির বিজনেস সোশাল ওয়েলফেয়ার সংগঠনের সভাপতি মিঠুন আহমেদ,সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,এডভাইজার আরিফ আহাম্মেদ,মেহেদী হাসান,আরিয়ান আরিফ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন জাগ্রত তেঁতুলিয়া সংগঠনের সমন্বয় ফিরদৌস আলম লিটন,হুমায়ুন কবির, হযরত আলী,ওবায়দুল হক,নওশাদ জামিল বাপ্পি প্রমুখ।