যশোরের বসুন্দিয়ায় একরাতের ব্যবধানে একাধিক দোকানে চুরি, আতঙ্কিত ব্যবসায়ীরা
- অমল কৃষ্ণ পালিত, (যশোর) প্রতিনিধি
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২০ PM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২০ PM

যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় বাজারে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি গভীর রাতে, দোকানের ভেন্টিলেটর ভেঙে একটি সুপার সপ এবং একটি মুদিদোকানে চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ী।
বসুন্দিয়া মোড় বাজারের নড়াইল সড়কে অবস্থিত প্রিমিয়াম সুপার সপে ২৩ ফেব্রুয়ারি গভীর রাতে দেওয়ালের ভেন্টিলেটর ভেঙে এবং ২৪ ফেব্রুয়ারি পাল ষ্টোরের দোতলার টিন কেটে ঢুকে লোহার পাটাতন কেটে নগদ টাকা ও মালামাল চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় প্রিমিয়াম সুপার সপের মালিক সৈয়দ পারভেজ হাসান (৩৮) বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পারভেজ তার অভিযোগে উল্লেখ করেছেন প্রতিদিনের মতো তিনি রাত ১১:৩০ এর সময় ব্যবসা প্রতিষ্ঠানের তালা বন্ধ করে বাড়িতে যান। পরদিন ২৩ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে আটটায় দোকান খুলে ভিতরে প্রবেশ করে দেখেন দোকানের মালামাল এবং ক্যাশের ড্রয়ার এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং পেছনের দেওয়ালের ভেন্টিলেটর ভাঙ্গা রয়েছে। দোকানে থাকা নগদ টাকাসহ প্রায় ৩৮ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।
অপরদিকে পাল ষ্টোরের মালিক পরেশ কুমার পাল জানান, প্রতিদিনের মত রাত নয়টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান,পরদিন ২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে সাতটার দিকে দোকান খুলে দেখতে পান ভেতরে ছাদে দেওয়া লোহার পাটাতন কাটা,সিসি ক্যামেরা ভাঙ্গা এবং দোকানের ক্যাশবক্সসহ মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী ভোর চারটার দিকে একজন মুখোশ পরা ব্যাক্তি ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরা ভেঙে ফেলে। তিনি আরো বলেন যেহেতু পাইকারি দোকান, গতকাল ব্যাংক লেনদেন শেষে দোকানে মালামাল বিক্রির নগদ অর্থ,দামি সিগারেট, হরলিক্স, বাচ্চাদের গুড়া দুধ সহ আনুমানিক আড়াই লক্ষাধিক টাকা নিয়ে গেছে।
তিনি বলেন গত বছরেও একবার এমন চুরির ঘটনা ঘটেছে কিন্তু তার কোন প্রতিকার পাননি তিনি । চুরির বিষয়টি বসুন্দিয়া মোড় বাজার কমিটিকে অবহিত করেছেন।
চুরির খবর পেয়ে ঘটনাস্থলে বসুন্দিয়া মোড় বাজার কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হন এবং সবকিছু দেখে উদ্বেগ প্রকাশ করেন।
যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় বাজার একটি বৃহত্তম বাজার। এখানে কয়েকটি ব্যাংকের শাখাসহ প্রায় আটশো মতো ছোট-বড় দোকান রয়েছে। গত কয়েক মাস আগে মোড় বাজারের বেশ কিছু দোকানে এমন চুরির ঘটনা ঘটেছে। এ সকল ঘটনায় সিসিটিভি ফুটেজে চোরকে দেখা গেলেও শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বাজার কমিটি।
এখানে একটি পুলিশ ক্যাম্প,বাজার কমিটি এবং নৈশ প্রহরী থাকা সত্ত্বেও এধরনের চুরির ঘটনায় সাধারণ ব্যাবসায়ীরা আতংকগ্ৰস্ত হয়ে পড়েছে। বাজারের ব্যাবসায়ীরা বলেছেন দ্রব্যমূল্য উর্ধ গতীর মধ্যে ঋণগ্রস্ত হয়ে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ব্যবসা পরিচালনা করে, রাতে বাড়িতে যেয়েও যদি চুরির আতংকে থাকতে হয়, তবে আমাদের নিরাপত্তা কোথায়। চোর আতঙ্কে থাকা ব্যবসায়ীরা এখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাজার কমিটির যথাযথ, কার্যকরী পদক্ষেপ কামনা করছেন।
এব্যাপারে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফজলু দুঃখ প্রকাশ করে বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, অপরাধীদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
বসুন্দিয়া মোড় বাজার কমিটির নব নির্বাচিত সভাপতি মোঃ ইউসুফ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম মুকুল উদ্বেগ প্রকাশ করে বলেন, আমারা এখনো দায়িত্ব বুঝে পাইনি। তবে এধরনের ঘটনা আমাদের বাজারে কখনো কাম্য নয়। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে অপরাধীদের আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা করব এবং ভবিষ্যতের জন্য এরকম কোন ঘটনা না ঘটে সে ব্যাপারে সজাগ থাকবো।
বসুন্দিয়া মোড় বাজারের বতর্মান কমিটির আহবায়ক মাওলানা শাহ আলম খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একটি অনুষ্ঠানে আছেন বলে জানান। অনুষ্ঠানের ভেতরে থাকায় তিনি ফোনে কথা না বলে রাত আটটার দিকে বসুন্দিয়া মোড়ে সশরীরে দেখা করে এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।