টেকনাফে ১১ কোটি টাকার মাদক উদ্ধার

টেকনাফে ১১ কোটি টাকার মাদক উদ্ধার
টেকনাফে ১১ কোটি টাকার মাদক উদ্ধার  © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এগার কোটির বেশি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার শাহ পরীর দ্বীপ জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদী এলাকা থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মাদকের মধ্যে রয়েছে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, শাহ পরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচার হবে, এমন গোপন সংবাদে বিজিবির একটি টহলদল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় নাফ নদীর কিনারায় সন্দেহভাজন একটি পুরনো পরিত্যক্ত কাঠের নৌকার পাটাতনের নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ‘ওই প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ২ কেজি ১৪১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা।’ উদ্ধার করা মাদক বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে এবং আইনি কার্যক্রম শেষে সেগুলো ধ্বংস করা হবে বলেও জানান তিনি।


মন্তব্য


সর্বশেষ সংবাদ