ইস্পাত উৎপাদনে বিশ্বের ১০ম স্থানে উঠে এলো ইরান

ইরান
ইরানের একটি কারখানায় তৈরি হচ্ছে স্টিল  © তেহরান টাইমস (ফাইল ছবি)

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিভিন্ন সময়ে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানে। এর মাঝেও বিশ্বে ইস্পাত উৎপাদনকারী প্রধান দেশগুলোর মধ্যে দশম স্থানে উঠে এসেছে দেশটি।

চলতি ২০২৩ সালের প্রথম ছয় মাসের উৎপাদন রিপোর্টের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড স্টিল এসোসিয়েশন।

আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাধাগ্রস্ত হওয়া এবং মূল্য সংকটের পরেও ইরান তার উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছে।

ওয়ার্ল্ড স্টিল এসোসিয়েশনের রিপোর্টে দেখা যাচ্ছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ইরানের ইস্পাত উৎপাদনের পরিমাণ বেড়েছে ৪.৮ ভাগ। গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইরান মোট ইস্পাত উৎপাদন করেছে ১ কোটি ৬১ লাখ মেট্রিক টন। এর মধ্যে শুধু জুন মাসেই ইরান ইস্পাত উৎপাদন করে ৩২ লাখ মেট্রিকটন যা ২০২২ সালের জুন মাসের চেয়ে শতকরা ১৭.৪ ভাগ বেশি ছিল। 

শুধু জুন মাসের হিসাব অনুযায়ী, ইরান বিশ্বে সপ্তম প্রধান ইস্পাত উৎপাদনকারী দেশের অবস্থানে ছিল।

এর আগেও বেশ কয়েক বছর ধরে ইরান বিশ্বে প্রধান ইস্পাত উৎপাদনকারী দেশের তালিকায় ১০ নম্বরে ছিল। তবে ইস্পাত উৎপাদনের ক্ষেত্রে ইরানের সম্প্রসারণবাদী নীতির কারণে এই অবস্থান ধরে রেখেছে দেশটি। 

রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে যখন আন্তর্জাতিক বাজার ক্ষতিগ্রস্ত এবং প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে তখন ইরানের এই ইস্পাত উৎপাদন বৃদ্ধির খবর এলো।

সূত্র: তেহরান টাইমস, পার্স টুডে


মন্তব্য


সর্বশেষ সংবাদ