দাম বাড়ার সময় রাতারাতি কার্যকর; কমার ক্ষেত্রে গড়িমসি
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ০৬:২৬ PM , আপডেট: ০৩ মার্চ ২০২৪, ০৬:২৬ PM

আসন্ন রমজানকে সামনে রেখে খাদ্যপণ্য সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা দেয় সরকার। গত শুক্রবার থেকে লিটারে ১০ টাকা কমার কথা সয়াবিন তেলের দাম। তবে ৩ দিন পরও বাজারে তা কার্যকর হয়নি। নতুন মোড়কের সয়াবিন তেল আসেনি, এমন অজুহাতে আগের বাড়তি দামেই বিক্রি করছেন বিক্রেতারা। এদিকে রমজানের আগেই বাড়তে শুরু করেছে চিনি, ছোলা, ডালের দাম। শীত চলে যাওয়ায় চড়া সবজির বাজারও ।
বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে সরকার। গত ১ মার্চ থেকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৬৩ টাকা ও খোলায় ১৪৯ টাকায় বিক্রি হওয়ার কথা।
আজ রবিবার (৩ মার্চ) রাজধানীর বেশিরভাগ বাজারে আগের দামেই তেল বিক্রি হয়েছে সয়াবিন তেল। ভোক্তাদের বোতলজাত সয়াবিন কিনতে হচ্ছে ১৭৩ টাকা লিটারে। খোলা সয়াবিন তেলের দাম ১৫৫ টাকা।
এক বিক্রেতা বলেন, ‘ডিলাররা বলতেসে, এগুলো আগের রেটের মাল। আমরা দুই চার টাকা কমে বিক্রি করতে পারি কিন্তু কেজিতে ১০টাকা কমবে না। তারা ৫ লিটারে ১০ টাকা কমে বেঁচতেসে।’
এক ক্রেতা বলেন, ‘এই রমজানে দ্রব্যমূল্য যদি একটু না কমায়, তাহলে আমরা গরীব মানুষ, সাধারণ মধ্যবিত্ত লোক এদের চলা খুব কঠিন।’
অন্য আরেক ক্রেতা বলেন, 'পণ্যের দাম বাড়ানোর সময় হলে রাতারাতি কার্যকর হয়, কিন্তু দাম কমার ক্ষেত্রে নানান অজুহাত, গড়িমসি।'
এদিকে বাড়তে শুরু করেছে রমজান কেন্দ্রিক বিভিন্ন পণ্যের দাম। ছোলা কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১০ টাকায়। বুটের দাম ৭ টাকা বেড়ে প্রতি কেজির দাম ১২০ ও মুগডাল বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।
শুক্রবার থেকে নতুন দামে মিলবে সয়াবিন তেল শুক্রবার থেকে নতুন দামে মিলবে সয়াবিন তেল
শীত চলে যাওয়ায় বাড়ছে সবজির দামও। প্রতি কেজি পেঁপে ৩০, টমেটো ৪০, শসা, সিম ৬০, বেগুন ৮০ ও করলা বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজিতে।
এক সবজি বিক্রেতা বলেন, ‘টমেটো কয়েকদিন আগে এনেছিলাম ২৫ টাকা কেজি। আজকে এনেছি ৩০ টাকা কেজি। শুধু লাউয়ের দামটাই কম। শসা আর লেবুর দাম অনেক বেশি। প্রতিদিনই দাম বাড়ছে, কমার কোনো লক্ষণ নাই।’
এ অবস্থায় রমজানের আগেই নিত্যপণ্যরে দাম নিয়ন্ত্রণের দাবি সাধারণ মানুষের।