দেশের প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা  © সংগৃহীত

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। 

বুধবার (১৫ মার্চ) গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিয়েছে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেব। ইতোমধ্যে চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেয়া হয়েছে।

নার্সদের উদ্দেশ্যে তিনি বলেন, নার্সিং পেশা একটি সম্মানজনক পেশা। আপনারা চাইলে বিশ্বের বিভিন্ন দেশে নার্স হিসেবে কাজ করতে পারেন। যে যে দেশে নাসিং সেবা দিবেন, সেই সেই দেশের ভাষা শিখলে সহজেই আপনারা সেখানে চাকরি পেতে পারেন। তবে আগে দেশের চাহিদা মিটিয়ে তারপর অন্য দেশে যেতে হবে।

অনুষ্ঠানে ডায়াবেটিক রোগিদের জন্য ইনসুলিন ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


মন্তব্য


সর্বশেষ সংবাদ