রমজানে স্কুল বন্ধে হাইকোর্টের আদেশে যা জানালো শিক্ষা মন্ত্রণালয়

রমজান
  © ফাইল ছবি

রমজানের প্রথম দিন থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই নির্দেশের প্রেক্ষিতে নিজেদের অবস্থান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

আজ রবিবার (১০ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বার্তায় জানান, রায়ের কপি পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

বার্তায় জানানো হয়, এখনো রায়ের কপি পাওয়া যায়নি। রায়ের কপি পেলে অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এদিন সকালেই এক রিটের প্রেক্ষিতে রমজানের প্রথম দিন থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার আদেশ দেন হাইকোর্ট। রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার বিষয়ে সরকারি প্রজ্ঞাপনের বিপরীতে এই রিটটি দায়ের করা হয়েছিল। 

পরে রিট শুনানি শেষে বিচারপতি কামরুল কাদের ও খিজির হায়াত এ আদেশ দেন। 

এর আগে গত ৮ ফেব্রুয়ারি আলাদা দুই প্রজ্ঞাপনে প্রাথমিক স্কুল রমজানের প্রথম ১০ দিন ও মাধ্যমিক স্কুল ১৫ দিন খোলা রাখার প্রজ্ঞাপন জারি করা হয়। এ প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট করেন আইনজীবী মাহমুদা খানম। 

এই আইনজীবী জানান, যানজট ও শিক্ষার্থীদের অবস্থা বিবেচনায় এনে তিনি রিট করেছিলেন। 


মন্তব্য