বাংলাদেশ বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারে বললেন সুজন

বাংলাদেশ বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারে বললেন সুজন
টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন

এশিয়া কাপের প্রথম রাউন্ডের দুই ম্যাচে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিতে হয়েছে। তার আগে জিম্বাবুয়ের মাঠে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারতে হয়েছে ২-১ ব্যবধানে। তারও আগে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কী অবস্থান, সে সব জানা আছে সবার। ক্রিকেটের এই ফরমাটে কখনোই নিজেদের সাথে মানিয়ে নিতে পারেনি টাইগাররা। 

বাংলাদেশ দলে একজন বিগ হিটার নেই, ভালোমানের কোনো ফিনিশার নেই, কোয়ালিটি ওপেনার নেই, এমনকি এশিয়া কাপে প্রমাণ হয়েছে কার্যকর ডেথ বোলারও নেই। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন, তিনি মনে করেন, বাংলাদেশ বিশ্বকাপও জিততে পারে।

তবে বাংলাদেশ বিশ্বকাপ জিতবে- এমন কথা সরাসরি তিনি বলেননি। বিশ্বকাপ জিততে হলে কিছু প্রসেস দরকার। যে প্রসেসগুলো অনুসরণ করলে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা তৈরি হবে হয়তো। আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার কাছে জানতে চাওয়া হয় কোচ রাসেল ডোমিঙ্গো এবং নতুন আসা টেকনিক্যাল এডভাইজর শ্রীধরন শ্রীরামের মধ্যে পার্থক্য কী?

রাসেল ডোমিঙ্গোর সঙ্গে শ্রীধরন শ্রীরামের পার্থক্যের কথা জানিয়ে সুজন বলেন, ‘আমি বারবার একটা কথা বলি, আলাদা মানুষের আলাদা ফিলোসোফি। হয়তো রাসেলের ফিলোসোফির সঙ্গে শ্রীরামের ফিলোসোফি পুরো আলাদা। আমি মনে করি যে, এটা খুব দ্রুত হবে শ্রী-এর ব্যাপারে মন্তব্য করা। তারপরও আমি খুব খুশি, ও যেভাবে কাজ করেছে এই এশিয়া কাপে। ওর ক্রিকেটের দর্শন, যেভাবে চিন্তা করে ও যেভাবে ছেলেদের মধ্যে ছড়িয়ে দিতে চায় আমি পছন্দ করেছি। এটা আমার ব্যক্তিগত পছন্দের।’

অনেক কথার প্রসঙ্গেই তিনি বিশ্বকাপ জয়ের সম্ভাবনার কথা বলেন। সুজন বলেন, ‘আত্মবিশ্বাস আমাদের অবশ্যই আছে। আমি পজিটিভ থাকার চেষ্টা করি। আমি জিততে চাই। আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়নও হতে পারি। আমি এটা মাথায় নেই।’

তবে রাস্তাটা যে সহজ নয়, সেটা পরক্ষণেই জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘তারপরও রাস্তাটা সহজ হবে না, কঠিন হবে হয়তো- ছয় মাস বা এক বছর। এর মধ্যে যে অনেক বড় পরিবর্তন হয়ে যাবে সেটা বলবো না। কিন্তু আমাদের মানসিকতা যদি বদলায়, সেটাতে আমি খুব খুশি হবো।’


মন্তব্য