দীর্ঘ বছর পর আবারো বড় পর্দায় চিত্রনায়িকা কেয়া

কেয়া
  © সংগৃহীত

মোহনীয় চেহারার অধিকারী হলেও খুব বেশি আলোচিত নন ঢাকাই ছবির নায়িকা কেয়া। তবে এবার বেশ কয়েকটি ছবিতে দেখা যাবে তাকে। বিশেষ দিবসে সিনেমা মুক্তি দেওয়ার প্রতি নির্মাতা ও প্রযোজকদের বিশেষ নজর থাকে। এবার সে তালিকায় যুক্ত হলো চিত্রনায়িকা কেয়ার নাম। আগামী ভালোবাসা দিবসকে কেন্দ্র করে তার অভিনীত একটি সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক রাকিবুল ইসলাম রাকিব। 

সিনেমার নাম ‘কথা দিলাম’। এটি একটি রোমান্টিক ঘরানার সিনেমা। এতে কেয়ার নায়ক জামশেদ শামীম নামে এক নবাগত। নতুন বছরে মুক্তির দিক থেকে এটাই কেয়ার প্রথম সিনেমা। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সিনেমায় আমার চরিত্রটি বেশ দারুণ এবং চ্যালেঞ্জিংও বটে। এ চরিত্রে অভিনয় করার জন্য যথেষ্ট শ্রম দিতে হয়েছে। গ্রামীণ পটভূমিতে নির্মিত ভিন্ন স্বাদের একটি গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। আশা করি দর্শকদের পছন্দ হবে।’ 

এদিকে কেয়া অভিনীত একাধিক সিনেমা আছে মুক্তির মিছিলে। শুটিং করছেন একাধিক সিনেমার। খুব শীঘ্রই নতুন কাজের খবর দেবেন বলে জানিয়েছেন এ চিত্রনায়িকা।

উল্লেখ্য, ২০০১ সালে ১৪ বছর বয়সে 'কঠিন বাস্তব' চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে কেয়ার। ২০০৩ সালে তিনি 'সাহসী মানুষ চাই' চলচ্চিত্রে অভিনয় করেন, যা দুইটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। ২০১৫ সালে তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র 'ব্ল্যাকমানি মুক্তি' পায়। এর ৪ বছর পর ২০১৯ সালে শিপন মিত্রের বিপরীতে ইয়েস ম্যাডাম চলচ্চিত্রের মাধ্যমে পুনরায় প্রত্যাবর্তন করেন। দীর্ঘদিন পর আবারো এক হালি চলচ্চিত্র নিয়ে প্রত্যাবর্তন করছেন এই আকর্ষণীয় অভিনেত্রী।