শাহরুখকে টম ক্রুজের সঙ্গে তুলনা করে ক্ষোভের মুখে মার্কিন সাংবাদিক

শাহরুখ খান
  © সংগৃহীত

শাহরুখ খানকে নিয়ে চমকপ্রদ একটি মন্তব্য করেই বিপাকে পড়েছেন এক মার্কিন সাংবাদিক।

স্কট মেনডেলসন নামের 'দ্য র‍্যাপের' ওই সাংবাদিক টুইটে বলেছেন, ‘ভারতের টম ক্রুজ শাহরুখ খান। তিনিই পাঠানের মতো ব্লকবাস্টার দিয়ে বলিউডকে রক্ষা করতে পারেন।’

তার এই টুইট ভাইরাল হয়ে যায়। অনেক ভারতীয় এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে। শাহরুখ ভক্তরা তার টুইটারের ঘরে মন্তব্য করে এই ক্ষোভ প্রকাশ করেছে।

এক শাহরুখ ভক্ত তার টুইটের মন্তব্যের ঘরে লিখছেন, 'তিনি টম ক্রুজ নন, তিনি শাহরুখ খান। একমাত্র শাহরুখ খান।’

কেউ আবার বলছেন, ‘এসআরকে ইস এসআরকে। তিনি ভারতের টম ক্রুজ নন বরং তিনি ভারতের জাতীয় সম্পদ।’

অনেকে আবার মনে করছেন এই মন্তব্যে শাহরুখকে অপমান করেছেন স্কট মেনডেলসন।

"এসআরকে রাজা, মনোভাব, শৈলী, নৈপুণ্য, নাটক, রোমান্স, অ্যাকশন ইত্যাদি সহ বহুমাত্রিক সর্বশ্রেষ্ঠ অভিনেতা। কেউ তার কাছাকাছিও নয়। তাকে অন্য কারো সাথে তুলনা করবেন না," লিখেছেন একজন এসআরকে ভক্ত। 

অন্য একজন শাহরুখ ভক্ত লিখেছেন, "শাহরুখ খান হলেন শাহরুখ খান! তিনি শুধু ভারত নয়, বিশ্বব্যাপী পরিচিত এবং প্রিয়। তিনি একজন অভিনেতার চেয়েও বেশি। তিনি সারা বিশ্বের ভক্তদের জন্য অনুপ্রেরণা।"

কেউ কেউ আরও একধাপ এগিয়ে গিয়ে লিখেছেন: "টম ক্রুজকে যদি বলি হলিউডের শাহরুখ খান তাহলে কেমন হবে?"

শাহরুখ খানের ফ্যানডম জাতিগত পরিচয়কে ছাড়িয়ে গেছে। "আমি জানি আপনি শুধু প্রসঙ্গ আনার চেষ্টা করছেন, কিন্তু একজন শ্বেতাঙ্গ আমেরিকান হিসেবে যিনি ২০১৯ সাল পর্যন্ত একটিও বলিউড মুভি দেখেননি। শাহরুখ টম ক্রুজের চেয়ে অনেক বেশি। শাহরুখের কোনো সমকক্ষ নেই।"


মন্তব্য