১২ দিনে পাঠান সিনেমার আয় ৮৩২ কোটি রুপি

পাঠান
  © সংগৃহীত

ভারতে বহুল আলোচিত ও সমালোচিত 'সিনেমা' পাঠান। মুক্তির আগেই এটা নিয়ে চলছিলো নানা বিতর্ক। সকল বিতর্ক পিছনে ফেলে গত ২৫ জানুয়ারি বিশ্বের প্রায় ১০০টি দেশে মুক্তি পায় শাহরুখ-দিপীকা অভিনীত 'পাঠান' সিনেমা। চার বছর পর ফিরেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন শাহরুখ খান। তার পাঠান সিনেমা ১২ দিনেই বিশ্বজুড়ে আয় করেছে ৮৩২ কোটি রুপি। 

এর ফলে সবচেয়ে বেশি আয় করা হিন্দি চলচ্চিত্রের তালিকায় চার নম্বরে চলে এসেছে পাঠান। ভারতেই পাঠানের আয় ৫১৫ কোটি রুপি। বিদেশ খেকেই ৩১৭ কোটি রুপি আয় করেছে পাঠান।

আরো দেখুন:- শাহরুখকে টম ক্রুজের সঙ্গে তুলনা করে ক্ষোভের মুখে মার্কিন সাংবাদিক

পাঠান মুক্তির দিনেই ১০৬ কোটি রুপি আয় করে রেকর্ড গড়ে পাঠান। উদ্বোধনী দিনেই পাঠান ভারতে আয় করেছিল সাড়ে ৬৮ কোটি রুপি। আর প্রথম চার দিনেই ৪০০ কোটি রুপি আয় করেছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি।

উল্লেখ্য, ইয়াশরাজ ব্যানারে নির্মিত পাঠান সিনেমায় শাহরুখ-দিপীকার পাশাপাশি অভিনয় করেছেন জন আব্রাহাম। এছাড়া কয়েক মিনিটের কেমিও চরিত্রে অভিনয় করেছেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ