"বাবা, সবই কর্মফল" পাঠান সাফল্যে ছোট্ট আব্রাহামের প্রতিক্রিয়া

পাঠান
আব্রাহাম ও শাহরুখ খান   © সংগৃহীত

চার বছর পর ‘বাদশা’র প্রত্যাবর্তন। এক কথায়, রাজকীয় প্রত্যাবর্তনই হল শাহরুখ খানের। মুক্তির দিন থেকেই একের পর এক নজির গড়ছে ‘পাঠান’। মাত্র ৩ দিনেই ৩০০ কোটির অঙ্ক ছুঁয়েছে এই ছবি। শুধু ভারতজুড়েই নয়, ভারতের বাইরে দুবাই, জার্মানিতেও ‘পাঠান’ ম্যাজিকে মগ্ন দর্শকেরা। 

অবশ্য ভারতের বিভিন্ন প্রান্তে বয়কটের রব উঠেছিল এ ছবির প্রথম মুক্তি পাওয়া গান ‘বেশরম রং’-কে ঘিরে। তবে মুক্তির পর সব বিতর্ক যেন ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। শাহরুখের ছবির সাফল্যে চোখে জল পড়েছে গৌরী খানের। এবার ‘পাঠান’ দেখে কী প্রতিক্রিয়া দিল শাহরুখ-পুত্র আব্রাম? অনুরাগীর প্রশ্নের জবাব দিলেন শাহরুখ।

ছবি নিয়ে বিতর্কের পর থেকেই শাহরুখ সংবাদমাধ্যম থেকে নিজেকে দূরে রেখেছেন। বিগত কয়েক সপ্তাহ ধরে টুইটারে ‘আস্ক এসআরকে’র মাধ্যমেই তিনি অনুরাগীদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। ছবির সাফল্য দেখে ফের টুইটারে শাহরুখ। অনুরাগীদের সঙ্গে খোশমেজাজে দেখা গেল অভিনেতাকে। জমিয়ে আড্ডা দিলেন খানিক ক্ষণ। শাহরুখ টুইটারে লেখেন, ‘‘আমার ভাল লাগছে এটা ভেবে যে, তোমাদের ‘পাঠান’ ভাল লাগছে। একটা আস্ক এসআরকে সেশন হয়ে যাক!’’

সেখানেই শাহরুখকে এক অনুরাগী জিজ্ঞেস করেন, ‘পাঠান’ দেখে কী প্রতিক্রিয়া দিল আব্রাম! অভিনেতা লেখেন, ‘‘ও বলল, ‘বাবা, সবই কর্মফল’। জানি না হঠাৎ এমন কথা কেন মনে হল। তাতে আমি বিশ্বাস করি।’’

এক অনুরাগী জিজ্ঞেস করেন, ‘জিরো’ ছবির ব্যর্থতার পর ‘পাঠান’-এর এই সাফল্যে কী অনুভূতি তাঁর? এসআরকে জবাব দিয়ে লেখেন, ‘‘সন্তানের সাফল্য দেখলে একজন বাবার যা অনুভূতি হয়…।’’

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি। প্রেক্ষাগৃহে উপচে পড়ছে ভিড়। শাহরুখের পাশপাশি দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামও এ ছবির অন্যতম আকর্ষণ। ২০২৩-এ বিনোদন জগতের শুরুতেই ‘পাঠান’-এর জয়জয়কারে হাসি ফিরল হিন্দি ছবির প্রযোজক পরিচালকদের মুখে।

সূত্র: আনন্দবাজার


মন্তব্য