আইয়ুব বাচ্চু আমার কাছে এখনো জীবিত: জেমস
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৯:০৭ AM , আপডেট: ১০ মার্চ ২০২৪, ০৯:০৭ AM

পাঁচ বছর পর ওপার বাংলায় কনসার্ট করলেন ‘গুরু’ জেমস। নেতাজি ইনডোর স্টেডিয়ামে মাতালেন দর্শককে। নিজের খেয়ালে নিজের মতো গান করেছেন ‘নগরবাউল’ খ্যাত জেমস। ‘পুজোওয়ালাদের গান-পুজো’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করেছে কলকাতার সংগঠন ফোরাম ফর দুর্গোৎসব।
এসময় আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে জেমস বলছেন, তার মনে হয় এখনো হয়তো কোনো সন্ধ্যায় হুট করে আইয়ুব বাচ্চু তাকে ফোন দিতে পারেন। জানালেন দুই বাংলার কাদের গান তাকে অনুপ্রেরণা জোগায়। বললেন, কেন বলিউডে থেকে গিয়ে গাইলেন না।
পাঁচ বছর পর কলকাতায় কনসার্ট। কোন স্মৃতি নিয়ে ফিরলেন? এমন প্রশ্নের জবাবে জেমস বলেন কলকাতা সবসময় আমার নিজের দেশ মনে হয়। ‘নগর বাউল’ এর আকাশছোঁয়া সাফল্য। প্রথম ব্যান্ড ‘ফিলিংস’ ওটা একটা শেখার সময় ছিলো। তখন আমরা কাভার মিউজিক করতাম। ক্লাবে বাজাতাম।
সাইকেডেলিক রক না হার্ড রক? এমন প্রশ্নের জবাবে জেমস বলেন, আমি কিন্তু কখনো ওভাবে ভাবিনি যে কী করছি। রক না সাইকেডেলিক। তোমরা বলছো। আমি আমার মতো করে গান করার চেষ্টা করেছি। তারপরে দর্শকরা-শ্রোতারা কেউ সাইকেডেলিক বলছে কেউ রক-ফিউশন বলছে।
বলিউডে আর গান গাইলেন না কে? মাতৃভূমি ছেড়ে থাকতে হবে তাই? এমন প্রশ্নের জবাবে জেমস বলেন, এটা একটা কারণ। আরেকটা কারণ আছে। আমাকে যখন ডাকা হলো, তখন আমাকে আরও স্ট্রগাল মানে আরও চর্চা করা।ওই এনার্জিটা আমার ছিলো না। আমি ফ্রি ফর মিউজিক করি। বলিউডে করতে হলে তোমাকে সেইভাবে করতে হবে। ইয়াং বয়সে হয়তো স্ট্রাগলটা কম হতো।
বাংলাদেশ ও কলকাতার কোন শিল্পীদের পছন্দ? এমন প্রশ্নের জবাবে জেমস বলেন, ফসিল, রুপম। আরও আগের অঞ্জন, সুমন। আমাদের দেশে আজম খান, আইয়ুব বাচ্চু… মাকসুদ আছে মাইলস আছে। এদের কাছ থেকে অনুপ্রেরণা আসে।
আইয়ুব বাচ্চুর মৃত্যুর রাতে কনসার্টে কান্না। কোনো বিশেষ স্মৃতি রয়েছে? এমন প্রশ্নের জবাবে জেমস বলেন, উনি এখনও জীবিত আমার কাছে। মনে হয় যে, সন্ধ্যায় আবার ফোন দিয়ে বসবে। উনি যে নেই, এই ব্যাপারটা আমি মাথায় রাখতে চাই না। এটা আমাকে ডিস্টার্ব করে।
সিনেমায় গান গাওয়া ছাড়া বর্তমানে স্বতন্ত্র ব্যান্ড নিয়ে আত্মপ্রকাশ করা কি কঠিন হয়ে উঠছে? এমন প্রশ্নের জবাবে জেমস বলেন, ভারতে এটা একটু কঠিন। আমাদের ওখানে ফিল্মতো কেবল কিছু একটা হচ্ছে। এখানে ফিল্মতো বড় একটা ব্যাপার। এই অঞ্চলে (পশ্চিমবঙ্গ) ফিল্মটা ইম্পর্টেন্ট।