'পুষ্পা' ফ্যানদের জন্য সুখবর! বাংলা ভাষাতেও মুক্তি পাবে ‘পুষ্পা ২’

পুষ্পা টু
  © ফাইল ছবি

ভারতীয় সিনেমা এখন দাপট দেখাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। বিশেষ করে দক্ষিণী সিনেমা ও তিন খানের সিনেমা। সেইসঙ্গে সিনেমাগুলো পার করছে ভাষার গণ্ডিও। সারা ভারতের দর্শক টানতে দক্ষিণ ইন্ডাস্ট্রি যেমন বিভিন্ন ভাষায় সিনেমা মুক্তি দিচ্ছে, তেমনি বলিউডের অনেক সিনেমা মুক্তি পাচ্ছে সর্বভারতীয় ভাষায়। এ তালিকায় তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি, ইংরেজি থাকলেও বাংলা এত দিন ছিল না। গত বছর প্রযোজনা প্রতিষ্ঠান হোমব্যাল ফিল্মস প্রথম ঘোষণা দেয়, কন্নড় সিনেমা কান্তারার প্রিক্যুয়েল ‘কান্তারা: চ্যাপ্টার ১’ অন্যান্য ভাষার পাশাপাশি মুক্তি পাবে বাংলায়ও। এবার শোনা যাচ্ছে, তেলুগু সিনেমা পুষ্পার সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’ও বাংলা ভাষায় মুক্তির পরিকল্পনা চলছে।

শুধু যে সিনেমার সংলাপ বাংলায় শোনা যাবে, তা নয়; এর গানগুলোরও বাংলা ভার্সন তৈরি করছেন নির্মাতারা। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আনন্দবাজার জানিয়েছে, পুষ্পা ২-এর বাংলা ভার্সনে একটি গানে কণ্ঠ দেবেন পশ্চিমবঙ্গের গায়ক তিমির বিশ্বাস। তিমির জানিয়েছেন, পুরো ব্যাপারটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এ বিষয়ে এখনই সবটা খোলাসা করতে চান না তিনি।

২০২১ সালে করোনা মহামারির শেষ সময়ে ভারতের বক্স অফিসে তোলপাড় তোলে ‘পুষ্পা: দ্য রাইজ’। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমাটি বিশ্বজুড়ে ৩৭০ কোটি রুপির বেশি ব্যবসা করে। প্রথম পর্ব মুক্তির তিন বছর পর আসতে চলেছে সিনেমার দ্বিতীয় পর্ব। মুক্তি পাবে আগামী ১৫ আগস্ট। এবার আরও বড় পরিসরে পুষ্পা নির্মাণ করেছেন সুকুমার। চিত্রনাট্যে বড়সড় বদল আনা হয়েছে।

দ্বিতীয় পর্বের ক্লাইমেক্স নাকি চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুষ্পার প্রথম পর্ব যেভাবে বিশ্বজুড়ে দারুণ সাফল্য পেয়েছে, সে বিষয়টি মাথায় রেখে সাজানো হয়েছে দ্বিতীয় পর্ব। ফাহাদ ফাসিলের চরিত্রও প্রথমটির তুলনায় বেশি গুরুত্ব পেয়েছে এবার।

এপ্রিলের প্রথম সপ্তাহে প্রকাশ করা হয় পুষ্পা ২-এর টিজার। তাতে নীল রঙের শাড়িতে দেখা যায় আল্লু অর্জুনকে। সিঁদুরে রাঙা কপাল, গলায় একগুচ্ছ মালা, নাকে নথ, হাতে চুড়ি—অনেকটা তৃতীয় লিঙ্গের মানুষের সাজেই ধরা দিয়েছেন নায়ক। তাঁর এ লুক সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে। ইউটিউবে ২০ কোটির বেশি দর্শক দেখেছেন টিজারটি।

আল্লু অর্জুন জানিয়েছেন, দ্বিতীয় পর্বেই শেষ হচ্ছে না পুষ্পার যাত্রা। তৈরি হবে ‘পুষ্পা ৩’। এ বছরের ফেব্রুয়ারিতে অভিনেতা জানান, পুষ্পা নিয়ে বিশেষ ফ্র্যাঞ্চাইজির কথা ভাবছেন তাঁরা। এ চরিত্রকে কেন্দ্র করে আরও একাধিক সিনেমা তৈরি হবে।


মন্তব্য